শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মহিষ খোঁচায় জমি নিয়ে দুগ্রুপের সংঘর্ষ  আহত ৬

মহিষ খোঁচায় জমি নিয়ে দুগ্রুপের সংঘর্ষ  আহত ৬

লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষ খোঁচার বালাপাড়া গ্রামে জমি নিয়ে সংঘর্ষে রুহুল আমিন গ্রুপের ৪ জন ও আঃ আঃ কাদেরগংয়ের দুইজন আহত হয়েছে। আহতরা হচ্ছে, রুহুল আমিন রুবেল, তার মা রুবিয়া বেগম,তার ভাই রোকনুজ্জামান পাবেল ও তার বাবা,মোজাহার আলী। আহতদের আদিতমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এঘটনায় রুহল আমিন রুবেল বাদী হয়ে আদিতমারী থানায় প্রতিপক্ষ আঃ কাদেরসহ ৮ জনের নাম অভিযোগ দায়ের করেছন। গত গত ১৬ মে সকাল প্রায় সাড়ে ৮ টায় এঘটনাটি ঘটে। অভিযোগ সুত্রে জানাগেছে, বিবাদী আঃ কাদেরগং পুর্ব শক্রুতার জের ধরে ওই দিন সকাল সাড়ে ৮ টার সময় বাদীর বাড়ী যাতায়াতের রাস্তা বন্ধ করিয়াপাকা ঘড় নির্মানের কাজ শুরু করে। এতে বাদী বাঁধা প্রদান করলে তর্ক বাঁধে। এরই মধ্য বিবাদীগন লাঠিসোটা, বটি,ইত্যাদি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এসময় বাদী রুহুল আমিন রুবেল আহত হলে তার ভাই পাভেল এগিয়ে আসলে তাকে মারপিট করে মাথা ফাটিয়ে দেয়। বাদীর বাবা মোহার আলী ও মা রুবিয়া বেগম এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে ফুলা জখম করে। বাদী রুবেল জানান,বিবাদীরা আমাদের জমি দখলের জন্য পুর্ব থেকে লেগে আছে। সদিন আমাদের য়াতায়াতের রাস্তা বন্ধ করে পাকা ঘড় নির্মাণ করে।
আদিতমারী থানার পুলিশের উপপরিদর্শক এসআই মিজান জানান,ঘটনা স্থলে গিয়ে দুপক্ষকে থামানো হয়েছে। দুপক্ষের আহতরা  আদিতমারী উপজেলার স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি রয়েছে।  আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোক্তারুল ইসলাম জানান, দুই পক্ষেরও অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
৩৫ বার ভিউ হয়েছে
0Shares