শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রংপুর সিটি কর্পোরেশনে সমন্বিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প এর আওতায় স্টেকহোল্ডার পরামর্শ সভা অনুষ্ঠিত

রংপুর সিটি কর্পোরেশনে সমন্বিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প এর আওতায় স্টেকহোল্ডার পরামর্শ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রস্তাবিত সমন্বিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প এর প্রস্তুতিমূলক কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) এর ৮ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল সোমবার রংপুর সিটি কর্পোরেশন পরিদর্শন করেন।  এ সময় (এআইআইবি) এর প্রতিনিধি দল এর পরিদর্শনকালীন রংপুর সিটি কর্পোরেশনের সভা কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রস্তাবিত সমন্বিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প এর আওতায় স্টেকহোল্ডার পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
স্টেকহোল্ডার কনসালটেশন এফসি “একীভূত কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উন্নতিতে প্রযুক্তিগত সহায়তা প্রকল্প (এসআইডাব্লিউএমআইপি)” শীর্ষক কারিগরী সহায়তা প্রকল্পে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান বর্জ্য উদ্বেগ পরামর্শদাতা যৌথ উদ্যোগে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
সমন্বিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কারিগরি সহায়তা প্রকল্প উন্নয়ন প্রকল্প, এলজিইডির আয়োজনে
স্টেকহোল্ডার পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান।
রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞার সভাপতিত্বে পরামর্শ সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (সিআরডিপি-২) এর প্রকল্প পরিচালক হামিদুল হক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) এর আর্থিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ যোগেশ বোম মল্লা, বর্জ্য উদ্বেগ পরামর্শদাতা স্থপতি নগর পরিকল্পনাবিদ আবু হাসনাত মোঃ মাকসুদ সিনহা ও সিভিল ইঞ্জিনিয়ার নগর পরিকল্পনাবিদ ইফতেখার এনায়েতল্লাহ।
এ সময় রংপুর সিটি কর্পোরেশনের সার্বিক চিত্র উপস্থাপন করেন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিচুজ্জামান।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, তত্ত্বাবধাযক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আবু তালেব সরকার, নির্বাহী প্রকৌশলী মোঃ আজম আলী, রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানী রায়, সম্পত্তি কর্মকর্তা আহসান হাবিব, নগর পরিকল্পনাবিদ মোঃ নজরুল ইসলাম, বিশিষ্ঠ চিকিৎসক ডা. মোঃ মফিজুল ইসলাম মান্টু, রংপুর বেতারের সাবেক কর্মকর্তা মোছাঃ মনোয়ারা বেগম, রংপুর চেম্বারের পরিচালক পার্থ বোস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলার সহ-সভাপতি শ্রী ধীমান ভট্টাচার্য্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ রংপুর মহানগর সভাপতি সুব্রত সরকার মুকুল, রংপুর কমিউনিটি মেডিকেলের প্রতিনিধি আবু তালেব সরকার, প্যানেল মেয়র মাহাবুবার রহমান মঞ্জু, কাউন্সিলর লিটন পারভেজ, নজরুল ইসলাম দেওয়ানী, জাহাঙ্গীর আলম তোতা ও হাসনা বানুসহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর এবং (এআইআইবি) এর প্রতিনিধি দলের অন্যান্য সদস্যবৃন্দ।
১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS