বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মধ্যপাড়ায়  সমবায় কর্মকর্তার উপস্থিতিতে এস.ডি.এফ এর বার্ষিক সভা অনুষ্ঠিত 

মধ্যপাড়ায়  সমবায় কর্মকর্তার উপস্থিতিতে এস.ডি.এফ এর বার্ষিক সভা অনুষ্ঠিত 

২১০ Views
বিশেষ প্রতিনিধি ; দিনাজপুরের খনিজ শিল্পাঞ্চল মধ্যপাড়ায় অবস্থিত এসডিএফ  এর বার্ষিক সাধারণ সভা গতকাল নিজস্ব কার্য্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর উপজেলা সমবায় অফিসার আ.স.ম আব্দুর রব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে ৮ নং ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আমিনুল  ইসলাম রুবেলের সঞ্চালনায়  এবং সমিতির অন্যতম সদস্য আব্দুল গনির সভাপতিত্বে  অনুষ্ঠানের শুরু হয়। এক যুগ পুর্তিতে স্বাগত  বক্তব্যে  এসডিএফ নির্বাহী পরিচালক মোঃ তাজুল ইসলাম সোসাইটির অতীত ও বর্তমান কর্মপরিধি রুপরেখা আলোকপাত করে বলেন সংগঠনের প্রান হচ্ছে সদস্যগন  পরিচালনা পর্ষদ দায়িত্ব শীল ও অনুপ্রানীত হয় সদস্যদের  সক্রিয় ভূমিকার জন্য।   আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন ১০ নং হরিরামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নুর নবী পাইকাড় লিটন  ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব হোসেন  খয়েরপুকুর হাট বনিক সমিতির সভাপতি  মোঃ  মিলন ফারাজি   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্লেষন মুলক বক্তব্য রাখেন মৌলভীর  ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  ও এক্স সিনিয়র সাংবাদিক খন্দকার এইচ আর হাবিব  প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমবায় অফিসার আসম আব্দুর রব বলেন – ২০২১ সালের ১৩ অক্টোবর পার্বতীপুরে যোগদানের পর থেকেই আমি এই এসডিএফ সোসাইটির সঙ্গে নিবিড় ভাবে সম্পৃক্ত আছি  চমৎকার কর্মতৎপরতা সহ রেজিষ্ট্রেশন হালফিল অডিড আপগ্রেড শৃঙ্খলা বিধি মোতাবেক কর্তব্যপালন আমাকে অভিভূত করেছে। মাদকের ভয়াবহতা সমাজে চরম আকার ধারণ করেছে।  যখনই দেখবেন আপনার সন্তান সন্ধ্যার পর বেরিয়ে পড়বে ও  রাত দশটার পরে ঘরে ফিরবে এবং অনেক বেলায় ঘুম থেকে উঠবে   তখনই বুঝবেন নিশ্চিত আপনার সন্তান নেশায় আসক্ত হয়েছে। নেশায় আসক্ত সন্তান শুধু পরিবারের জন্য বোঝা নয় গোটা সংসার সমাজ এমনকি দেশের জন্য হুমকি স্বরূপ ও অমঙ্গল বয়ে আনতে পারে। তাই দরিদ্রদের মধ্যে ঋন দানের পাশাপাশি মাদকের ভয়াবহতা  বাল্যবিবাহ রোধ যৌতুক বিরোধি সেমিনার এবং যুব সমাজ ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য আর্তকর্মসংস্হান মুলক প্রশিক্ষন / কম্পিউটার প্রশিক্ষন দিয়ে পরিকল্পনা মাফিক এগিয়ে গেলেই সদস্যদের ভাগ্যান্নায়ন সহজতর হবে।  এসডিএফ পরিচালক জানান তাদের  সমিতির নিবন্ধন নং১৫১৮ তারিখ -২৩/১০/২০২৪ইং চলমান প্রকল্প সমূহ হচ্ছে সৌরশক্তি প্লানটেশন আই.পি.এস. সিস্টেম প্রতিস্হাপন  ক্ষুদ্র ঋণ দান মাঝারি ঋণদান এবং উদ্যাক্তা ঋণ। জানা গেছে ২০১২ সালের ২৩ অক্টোবর যাত্রা শুরু করে গতকাল একযুগ পূর্তিতে পৌঁছিতে সক্ষম হয়েছে। এবারে ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলার মধ্যে প্রথম স্হান লাভ করেছে এবং পূর্বে ও উপজেলা পর্যায়ে সেরা সমিতি হিসাবে সমবায় অধিদপ্তর হতে সনদ পেয়েছে।
অনুষ্ঠানে প্রায় দেড়শতাধিক সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে মাওলানা আখেরুজ্জামানের পরিচালনায় সোসাইটি সহ দেশ ও জাতির মঙ্গল কামনায়  মোনাজাতের মধ্যদিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
Share This