বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
বদরগঞ্জের ১০নং মধুপুর ইউপি সাবেক চেয়ারম্যান আয়নাল হকের চেক জালিয়াতির মামলায় ৬ মাসের কারাদন্ড

বদরগঞ্জের ১০নং মধুপুর ইউপি সাবেক চেয়ারম্যান আয়নাল হকের চেক জালিয়াতির মামলায় ৬ মাসের কারাদন্ড

পার্বতীপুর (দিনাজপুর) থেকে মোঃ মিজানুর রহমান মিজান : অবশেষে ৫ বছর পর রংপুরের বদরগঞ্জ উপজেলার ১০নং মধুপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আয়নাল হকের ১৫ লাখ টাকার চেক জালিয়াতির মামলায় ৬ মাসের বিনা সশ্রম কারাদন্ড দিয়াছেন দিনাজপুর যুগ্ন জেলা ও দায়রা জজ (১) এর আদালত। গত ২৫ জুলাই বেলা সাড়ে ১২ টায় দিনাজপুরের যুগ্ন জেলা ও দায়রা জজ (১)এর বিচারক মোঃ সাদেকীন হাবীব বাপ্পী ১০নং মধুপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আয়নাল হকের ১৫ লাখ টাকার চেক জালিয়াতির মামলায় দুষী প্রমানিত হওয়ায় ৬ মাসের বিনা সশ্রম কারাদন্ড প্রদান সহ ১৫ লক্ষ্য টাকা জরিমানা করেন আদালত। মামলার বিবারণে জানা যায়, গত ২৬/৬/২০১৯ তারিখে আয়নাল হক বাদী মোঃ মিজানুর রহমানকে একটি ১৫ লাখ টাকার চেক প্রদান করেন। মিজানুর ব্যাংকে টাকা উত্তোলনের জন্য গেলে ব্যাংক ম্যানেজার একাউন্টে টাকা না থাকায় চেকটি ফেরত দেন। গত ৩/৯/২০১৯ তারিখে পার্বতীপুর পৌর সভার গুলশাননগর মহল্লার বাসীন্দা মোঃ মিজানুর রহমান মিজান আয়নাল হককে আসামী করে দিনাজপুর আদালতে একটি মামলা দায়ের করেন এবং দীর্ঘ ৫ বছর মামলা চলার পর অবশেষে মঙ্গলবার এই মামলার রায় প্রদান করেন আদালত। বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডঃ এ,এর,এম শাহাজাহান এবং রাষ্ট্র পক্ষে পিপি ছিলেন এ্যাডঃ কামরুজ্জামান ছামস বুলবুল । রাষ্ট্র পক্ষের পিপি বলেন মামলাটি সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় আসামীর সাজা দেয়া হয়েছে ৬ করাদন্ড ও নালিসী চেকে সমূদয় ১৫ লক্ষ্য টাকা জরিমানা করেন। অন্যাদিকে বাদী মিজান রায়ে সন্তোষ প্রকাশ করেন। আসামীর আতিপূর্বে হ্যাপী আকতার ও সাহিদা বেগমের মামলায় ১৪ বছর কারাদন্ড ৩টি চেক জালিয়াতি মামলা ৬ মাস করে কারাদন্ড আসামী আয়নাল হক দিনাজপুর জেল হাজত আছেন বলে জানা গেছে। মামলা নম্বরঃ ২৫১/২১ দায়রা।

৮৮ বার ভিউ হয়েছে
0Shares