বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তারাগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

তারাগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা উপজেলা প্রেসেক্লাব তারাগঞ্জের গণমাধ্যম কর্মীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন। গতকাল সোমবার বিকেল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এ-সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক বিপ্লব হোসেন অপু, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম বিজয়, প্রথম আলোর সাংবাদিক রহিদুল ইসলাম মিয়া , দৈনিক আজকের পত্রিকার শিপুল ইসলাম শিকড়, দৈনিক স্বাধীন মতের জুয়েল ইসলাম, দৈনিক বাংলাদেশ বুলেটিনের তারাজুল ইসলাম, দৈনিক তৃতীয় মাত্রার নাহিদুজ্জামান নাহিদ, দৈনিক একুশে সংবাদের মাজেদুল ইসলাম বকুল, দৈনিক দেশকালের আমজাদ হোসাইন, দৈনিক বায়ন্নর আলোর আসাদুজ্জামান আসাদ, দৈনিক আজকের খবর এর ওমর ফারুক, দৈনিক আজকের জনবানীর মোতালেব হোসেন । উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক ছাড়াও তারাগঞ্জে কর্মরত অন্য সাংবাদিকদের সঙ্গেও ইউএনও মতবিনিমিয় করেন।

গণমাধ্যম কর্মীদের সাথে আলাপচারিতায় উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা বলেন, তারাগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনাদের সহযোগিতা লাগবে। একটি মডেল উপজেলায় রুপান্তর করতে উন্নয়ন পরিকল্পনা তৈরী ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন গণমাধ্যমকর্মীর সহায়তা জরুরি।

২৭ বার ভিউ হয়েছে
0Shares