বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তানোরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের মিলন মেলা অনুষ্ঠিত 

তানোরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের মিলন মেলা অনুষ্ঠিত 

তানোর প্রতিনিধি: তানোর উপজেলা মাধ্যমিক স্কুল ও দাখিল মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতির যৌথ  আয়োজন শিক্ষক কর্মচারী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার নাইস গার্ডেনে মাধ্যমিক স্কুল ও দাখিল মাদ্রাসার শিক্ষকদের নিয়ে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানের সভাপতিত্বে ও মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার,উপজেলা পরিষদ চেয়ারম্যান লূৎফর হায়দার রশীদ ময়না, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, বিশিষ্ট সমাজসেবক তরুণ আওয়ামী লীগ নেতা আবুল বাশার সুজন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান,তানোর মহিলা কলেজের অধ্যক্ষ অনূকূল কুমার ঘোষ,চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান প্রমূখ। এছাড়াও উপজেলার সকল মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
৯৪ বার ভিউ হয়েছে
0Shares