শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নির্বাচনে জয়ী হলে সবার আগে বঞ্চিত ও অপমানিত শিক্ষকদের পাশে দাঁড়াব : মাহি

নির্বাচনে জয়ী হলে সবার আগে বঞ্চিত ও অপমানিত শিক্ষকদের পাশে দাঁড়াব : মাহি

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, নির্বাচনে জয়ী হলে সবার আগে আমি যে কাজগুলো করব, তারও একটি সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। প্রথমেই আমি বঞ্চিত ও অপমানিত শিক্ষকদের পাশে দাঁড়াব। তাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করব। আপনারা হয়তো দেখেছেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের অনেক শিক্ষক নানাভাবে লাঞ্ছিত হয়েছেন। যা খবরেও এসেছে। আমি তাদের পাশে দাঁড়াতে চাই। একই সঙ্গে এলাকার কৃষকদের জন্য কাজ করব। এখানে পানির সমস্যা প্রকট। কিছুদিন আগেও একজন কৃষক পানির কারণে আত্মহত্যা করেছেন। পানির অভাবে ঠিকমত চাষবাস হচ্ছে না। আর খাবার পানি সংগ্রহ করতে নারীদের যে কি পরিমাণ কষ্ট করতে হয়, তা বলে বোঝানো যাবে না। জয়ী হলে এসব কাজের পাশাপাশি আরও কিছু কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।তিনি আরও বলেন,এলাকার মানুষজনদের সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগছে। এই ক’দিনে তারা সবাই আমাকে আপন করে নিয়েছে। মাহিয়া মাহি ট্রাক প্রতীকে প্রচারণার মাঠে এখন দারুণ ব্যস্ত সময় পার করছেন। তিনি ছুটে যাচ্ছেন নিজ এলাকার ভোটারদের দ্বারে দ্বারে। এ সময় ভোট চাইতে গিয়ে মাহি বলেন, আমি আপনাদের মেয়ে মাহিয়া মাহি। আমাকে আপনারা ট্রাক প্রতীকে ভোট দেবেন। আমি সুখে-দুঃখে আপনাদের পাশে থাকতে চাই।

২৪ বার ভিউ হয়েছে
0Shares