শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বাগমারার যোগীপাড়া উচ্চ বিদ্যালয়ে বিদায়-বরন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাগমারার যোগীপাড়া উচ্চ বিদ্যালয়ে বিদায়-বরন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি :
রাজশাহীর বাগমারায় চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান,ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের বরন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৭ জানুয়ারী) উপজেলার যোগীপাড়া ইউনিয়নের যোগীপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্টানের আয়োজন করা হয়। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা গাজিপুরের সাবেক উপ-পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নাটোর জেলার লালপুর উপজেলা শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসি রুনা,বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাহেরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়া উদ্দিন টিপু,যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নয়ন হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী আসফাক,মোহনা,তামিমা,কামরুন নাহার,দশম শ্রেনীর শিক্ষার্থী আনুলেখা,সপ্তম শ্রেনীর শিক্ষার্থী আফরিন প্রমূখ। এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম রনি। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম বাদশা,নজরুল ইসলাম, মিঠু,সুলতানুল ইসলাম,ইউপি সদস্য সিদ্দিকুর রহমান,পুলিশ উপ-পরিদর্শক ইলিয়াস হোসেন,সহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন,বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রশিদ রঞ্জু ও সহযোগীতায় শিক্ষক সরদার মতিউর রহমান। শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

৪৯ বার ভিউ হয়েছে
0Shares