বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর দের নিয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮ মে বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটি ম্যাজিষ্ট্রেট মোসা. জেসমিন আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, অনুষ্ঠানের স্বাগত বক্তা গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর ধীমান দেব নাথ, সাংবাদিক আবু মুছা স্বপন প্রমুখ। সভায় উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন গ্রাম আদালত কার্যক্রম আরও দৃঢ় করতে হিসাব সহকারীদের নির্দেশনা প্রদান করেন এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গ্রাম আদালতকে গড়ে তোলার আহবান জানান। এ সময় উপজেলার ৮টি ইউনিয়নের পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর যথাক্রমে মনোয়ার হাসান তনয়, মো. আসাদুজ্জামান, তাপস কুমার কর্মকার আরিফুল ইসলাম,মো. রায়হান হোসেন, শারমিন সুলতানা, আলম হোসেন, কার্তিক চন্দ্র বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন।

১৩০ বার ভিউ হয়েছে
0Shares