বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বাঘায় ব্র্যাকের আয়োজনে ইউনিয়ন বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা। 

বাঘায় ব্র্যাকের আয়োজনে ইউনিয়ন বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা। 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ; রাজশাহীর বাঘা উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে বাজুবাঘা ইউনিয়ন পরিষদ হল রুমে ১৩-১৭ বছর বয়সী কিশোরীদের বাল্যবিয়ে প্রতিরোধের পাশাপাশি নিজ নিজ এলাকায় বাল্যবিয়ের মতো এই ভয়াবহ ভাইরাস সংক্রমণের হাত থেকে পরিবার, সমাজ ও রাষ্ট্র কে কলংক মুক্ত করতে বাজুবাঘা ইউনিয়ন বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর), সকাল ১১ টায় বাজুবাঘা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ব্যবস্থাপক ( সেলপ) ত্রিদীপ চন্দ্র গোলদার।
এসোসিয়েট অফিসার( সেলপ) মোঃ মোমিনুল ইসলাম এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউপি সচিব মোঃ জাহিদুল ইসলাম, সংরক্ষিত নারী সদস্য মোসাঃ জান্নাতুল ফেরদৌস, মোসাঃ মিনতি বেগম, মোসাঃ ববিতা বেগম, ইউপি সদস্য মোঃ রেজাউল করিম,  মোঃ সাবান আলী, মোঃ মুন্জুরুল ইসলাস, আব্দুল মজিদ চঞ্চল, ইউপি কাজী মোহাম্মদ মাসুদ রানা, বারখাদিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মোঃ নাজিম উদ্দীন।
অনুষ্ঠানে বাল্যবিয়ে প্রতিরোধে সেলপ কর্মসূচির কার্যক্রম, এলাকাভিত্তিক বাল্যবিয়ের বাস্তব পরিস্থিতি, বাল্যবিয়ে কেন্দ্রীক দলীয় গেমস, বাল্যবিয়ে প্রতিরোধে করনীয় নির্ধারন এবং পরিকল্পনা প্রনয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
১০০ বার ভিউ হয়েছে
0Shares