শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে মাদরাসার চার তলা ভবনের ১ম তলার উদ্বোধন

পঞ্চগড়ে মাদরাসার চার তলা ভবনের ১ম তলার উদ্বোধন

পঞ্চগড় : পঞ্চগড়ে জামিয়াতুস সুন্নাহ আল-ইসলামিয়া মাদরাসার চার তলা ভবনের ১ম তলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার ৬ মার্চ দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের সর্দারপাড়া-জিয়াবাড়ী জামিয়াতুস সুন্নাহ আল-ইসলামিয়া মাদরাসা চত্বরে ১ম তলার ভবনের উদ্বোধনীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো: মজাহারুল হক প্রধান।
জামিয়াতুস সুন্নাহ আল- ইসলামিয়া মাদরাসার সভাপতি মো: মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নীলূফার ইয়াসমিন,ভাইস চেয়ারম্যান কাজী আল-তারেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তোয়বুর রহমান, হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাঈল হোসেন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: এজাজ উদ্দীন আহম্মেদ সহ অনেকে।
আলোচনা সভা শেষে আনুষ্ঠানিক ভাবে মাদরাসার ৪ তলা ভবনের ১ম তলার উদ্বোধন করেন,পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো: মজাহারুল হক প্রধান।
উদ্বোধন শেষে মোনাজাত করা হয়।

১৫৪ বার ভিউ হয়েছে
0Shares