শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

গত মঙ্গলবার রাত ১২.০১ মিনিটে নাচোল উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নাচোল সরকারী কলেজ প্রঙ্গনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় উপজেলা আওয়ামীলীগের মধ্যবাজার দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সভাপতিত্বে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলণ, ১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহীদ, ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে বীর শহীদ ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংস হত্যকান্ডে নিহতদের স্মরনে দোয়া-মোনাজাত এবং সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে আলোচনাসভা ও বিষয়ভিত্তিক বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সহকারী কমিশনার(ভূমি) মিথিলাদাস ও নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান প্রমুখ।

৬৪ বার ভিউ হয়েছে
0Shares