সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে চাচার বিরুদ্ধে সম্পত্তি আত্মস্বাতের অভিযোগ

নাচোলে চাচার বিরুদ্ধে সম্পত্তি আত্মস্বাতের অভিযোগ

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চাচার বিরুদ্ধে মৃত দাদার সম্পত্তি ওয়ারিশদের বঞ্চিত করে ওই সম্পত্তি আত্মস্বাতের অভিযোগ করেছে মৃত ভাইয়ের ছেলে দীপক। নেজামপুর ইউনিয় পরিষদের গ্রাম আদালতে ও নাচোল থানায় দায়েরকৃত অভিযোগসূত্রে জানাগেছে, উপজেলার নেজামপুর ইউনিয়নের অমৃতপুর মৌজার ৫৪নং খতিয়ানভূক্ত ১০.৩৬একর জমির এক চতুর্থাংশের ওয়ারিশ মৃত জগবন্ধু মন্ডলের ছেলে মৃত হারাধন মন্ডল। হারাধনের মৃত্যুর পর তার দুই ছেলে নরেশ চন্দ্র বর্মন ও পরেশ চন্দ্র বর্মন ওই সম্পত্তির ওয়ারিশ হন। গত ২৩/০১/১৯৭৩ ইং তারিখে সম্পাদিত বন্টননামা দলিলে অমৃতপুর মৌজার হাল ১৫৫নং দাগের ১.৮৮একর জমি গ্রামডাক্তার নরেশ চন্দ্র বর্মন পরেশ চন্দ্র বর্মনকে প্রদান করেন। কিন্তু ওই দাগের জমি মৃত পরেশ চন্দ্র বর্মনের ওয়ারিশদেরকে বুঝ দিচ্ছেন না চাচা গ্রামডাক্তার নরেশ চন্দ্র বর্মন। তাই পূর্ব নেজামপুর গ্রামের মৃত পরেশ চন্দ্র বর্মনের ছেলে দীপক চন্দ্র বর্মন স্থানীয় গন্যমান্য ও স্বজনদের নিকট জমির বুঝ না পেয়ে গত ২১ জুন/’২২ তারিখে নেজামপুর ইউনিয়ন পরিষদে আবেদন করে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গ্রাম আদালতের বিচারক আমিনুল হক বিবাদীকে নির্দিষ্ট তারিখে গ্রাম আদালতে হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান করেন। কিন্তু বিবাদী গ্রামডাক্তার নরেশ চন্দ্র বর্মন পর পর ৩টি নোটিশ উপেক্ষা করে গ্রাম আদালতে হাজির হননি। তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গ্রাম আদালতের বিচারক আমিনুল হক বাদী দীপক চন্দ্র বর্মনকে উচ্চ আদালতে আইনের আশ্রই নেওয়ার পরামর্শ প্রদান করেন। ভূক্তভুগি দীপক চন্দ্র নিরুপায় হয়ে নাচোল থানায় গত ১৮/’২২ আগস্ট অভিযোগ দাখিল করেও সুবিচার পাচ্ছেনা। ভূক্তভুগী দীপকের অভিযোগ বন্টননামা দলিল ফাঁকি দিয়ে চাচা নরেশ চন্দ্র ওই জমি গোপনে বিক্রয় করার চেষ্টা করছেন। এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

৪৮৪ বার ভিউ হয়েছে
0Shares