বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নাচোলে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার,নাচোল-সারা দেশের ন্যয় চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস/২০২৪ পালিত হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, নাচোল দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে ও বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা(এনজিও) ডাসকোর সহযোগিতায় এ দিবস পালিত হয়েছে। উপজেলার মাক্তাপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা দুযোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা ডাসকোর সদস্যদের অংশগগ্রহণে একটি র‌্যালি মাক্তাপুর-সোনাইচন্ডি রোড প্রদক্ষিণ শেষে বিদ্যালয় চত্বরে মিলিত হয়। বিদ্যালয় চত্বরে ভূমিকম্প, ঝড়-জলচ্ছাস, ও অগ্নি নির্বাপণ বিষয়ে ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স বিভাগের একটি চৌকশ টীম বিভিন্ন মহড়া প্রদর্শণ করে। পরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা দুলাল হোসেনের সভাপতিত্বে ও তাঁর স্বাগত বক্তব্যের পর বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারীয়া আল মেহরাব।

৫১ বার ভিউ হয়েছে
0Shares