সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে শেখ কামালের ৭৩তম জন্ম বার্ষিকি পালিত

নাচোলে শেখ কামালের ৭৩তম জন্ম বার্ষিকি পালিত

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের জেষ্ঠ্যপুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্ম বার্ষিকি উপলক্ষে আলোচনাসভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান পালিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা  কমান্ড কাউন্সিল ও থানাপুলিশের পক্ষ থেকে পৃথক পৃথক পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনাসভায় শেখ কামালের জীবনের উপর স্মৃতিচারণ করা হয়।

পল্লী সঞ্চয় ব্যাংক নাচোল শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনাসভায় স্মৃতিচারণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী হোসেন শামীম ও নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতানা পাপিয়া, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত সফল ও শ্রেষ্ঠ উদ্যাক্তা হিসেবে ফাইজুর কবিরকে সনদ প্রদান করা হয়। এদিন উপজেলা পরিষদ চত্বরে একটি ভেষজ গাছের চারা রোপণ ও স্থানীয় সুবিধাভোগিদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

২৩২ বার ভিউ হয়েছে
0Shares