মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

মোঃ ইব্রাহীম, স্টাফরিপোটার-চাঁপাইনবাবগঞ্জের নাচোলের যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এপ্রিল মাসে নাচোল থানায় কর্মরত কনস্টেবল মেছের আলী, আব্দুল মালেক ও সিরাজুল ইসলামকে পাক হানাদার বাহিনী নৃশংসভাবে হত্যা করে। পরবর্তীতে ওই তিন শহীদকে নাচোল থানা চত্বরে সমাহিত করেন স্থানীয়রা। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান, বীর মুক্তিযোদ্ধা, নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার ও তার স্টাফগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট সদস্য, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণের অংশগ্রহণে ১৯৭১ সালের এপ্রিল মাসে নাচোল থানায় কর্মরত তিন (পলিশ কনস্টেবল) শহীদের সম্মানে তাদের কবরস্থানে পুস্পস্তবক অর্পণ করা হয়। থানা ক্যাম্পাশে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনাসভা শেষে তিন শহীদসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS