বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

নাচোলে উপজেলা প্রশাসনের ইফতার অনুষ্ঠিত

নাচোলে উপজেলা প্রশাসনের ইফতার অনুষ্ঠিত

নাচোল (চাঁপাইনবাগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ ফুটবল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার পার্টিতে উপজেলার চার ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, নাচোল পৌরসভার মেয়র-কাউন্সিলর ও কর্মচারি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, স্থানীয় সাংবাদিক, ইমাম, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবি রোজাদারকে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আলহাজ¦ আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সহকারি কমিশনার(ভূমি) মিথিলা দাস, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, ওসি(তদন্ত) আব্দুল ওয়াহাব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিগণ ।

৪২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS