বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে রেলওয়ে শ্রমিক নেতাকে লাঞ্চিত করায় রেল স্টেশন মাস্টারের বিরুদ্ধে মানববন্ধন

পঞ্চগড়ে রেলওয়ে শ্রমিক নেতাকে লাঞ্চিত করায় রেল স্টেশন মাস্টারের বিরুদ্ধে মানববন্ধন

পঞ্চগড় : পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন মাস্টার কর্তৃক রেলওয়ে শ্রমিকলীগের নেতাকে লাঞ্জিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ পঞ্চগড় জেলা শাখার শ্রমিকরা।
সোমবার ৬ ফেব্রুয়ারী দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন প্লাটফর্মে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করে তারা।
বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগের নেতারা বক্তব্যে বলেন,বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন মাস্টার গত ৩ ফেব্রæয়ারী সকালে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকের শ্রমিকলীগ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মশিউর রহমানকে রেলস্টেশনের ২য় তলায় রেষ্টহাউজ পরিচ্ছন্নতা কাজে বাধা প্রদানসহ তাকে তাচ্ছিল্য অশ্লীল ভাষায় গালিগালাজ করে স্টেশন মাস্টার মাসুদ পারভেজ। একপর্যায়ে তাকে শারিরীকভাবেও লাঞ্চিত করেন তিনি। তারই প্রতিবাদে মানববন্ধন।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মশিউর রহমান,সহ-সভাপতি আব্দুর রশিদ,সহসভাপতি তারিকুল ইসলাম,রেলওয়ে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসান সহ অনেকে।
বক্তারা বলেন,শ্রমিকলীগ নেতাকে লাঞ্জিতকারী স্টেশন মাস্টার মাসুদ পারভেজকে আগামী ৩ দিনের মধ্য প্রতাহারের দাবী জানান। দাবী মানা না হলে কঠোর আন্দোলেন হুশিয়ারীর দেন শ্রমিক নেতারা। মানববন্ধনে রেলওয়ে শ্রমিকলীগের ২ শতাধিক কর্মচারী অংশগ্রহণ করেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে ষ্টেশনের স্টেশন মাস্টার মাদুস পারভেজ বলেন, তারা যে আমার বিরুদ্ধে মানবন্ধন করেছে এটা নিন্দনিয়। আমি তাকে খারাপ ভাষায় গালিগালাজ করেছি এ ধরণের কোন ঘটনা ঘটেনি। এই মানববন্ধনের তীব্র নিন্দা জানাই।

১১৭ বার ভিউ হয়েছে
0Shares