বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে জেলা পর্যায়ে নামজারি ও হোল্ডিং এন্ট্রি বিষয়ক প্রশিক্ষণ

পঞ্চগড়ে জেলা পর্যায়ে নামজারি ও হোল্ডিং এন্ট্রি বিষয়ক প্রশিক্ষণ

পঞ্চগড় : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পঞ্চগড় জেলার সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং রাজস্ব প্রশাসনের সকল কর্মকর্তাদের নিয়ে জেলা পর্যায়ে নামজারি ও হোল্ডিং এন্ট্রি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৩০মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
ভূমি সেবাকে আরও গতিশীল করতে এবং সেবা প্রার্থী যাতে দ্রæত তাদের কাঙ্খিত সেবা পায় এই লক্ষ্যে জেলা প্রশাসন এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
স্মার্ট ভূমিসেবা গঠনে এই প্রশিক্ষণ অগ্রণী ভুমিকা রাখবে বলে জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন।
এই সেবা প্রদানের লক্ষ্যে প্রশিক্ষনার্থীদের অনলাইনে হোল্ডিং এন্ট্রি এবং রাজস্ব বিষয়ক স্মার্ট সিস্টেম বাস্তবায়নে বিভিন্ন বিষয় নিয়ে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আজাদ জাহান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হকসহ জেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রশিক্ষণে জেলা, উপজেলা ও ইউনিয়নি পর্যায়ের রাজস্ব প্রশাসনের সকল কর্মকর্তাগন এতে অংশ নেয়

৫৮ বার ভিউ হয়েছে
0Shares