শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে শিক্ষক দিবস পালন

পঞ্চগড়ে শিক্ষক দিবস পালন

পঞ্চগড় : ‘‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে শিক্ষক দিবস পালনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(বৃহস্পতিবার) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সরকারি অডিটোরিয়ামে এসে শেষ হয়।
পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাইনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান। এতে জেলা শিক্ষা অফিসার মো. শাহীন আকতার, প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম, সাবেক এমপি ফরিদা আক্তার হিরা বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠান চলাকালীন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম অতিথি হিসেবে যোগ দেন।
প্রথমবারের মত শিক্ষক দিবসের আলোচনার শুরুতে দেশাত্ববোধক গান পরিবেশন করা হয়। এছাড়া ভিন্ন ভিন্ন আয়োজনে জেলা সদরের বিভিন্ন কলেজে, স্কুল, মাদ্রাসার, টেকনিক্যাল ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধানসহ শিক্ষকরা অংশ নেন।

৪৫ বার ভিউ হয়েছে
0Shares