শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

পঞ্চগড়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

পঞ্চগড় : রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পঞ্চগড়ের জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২২ মে বিকেলে পঞ্চগড় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় দলীয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শেরে বাংলা পার্কের সামনে এসে শেষ হয়। পরে শেরে বাংলা পার্কের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বক্তব্য রাখেন।
এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তোয়ারবুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক বীপেন চন্দ্র রায়,পৌর মেয়র জাকিয়া খাতুনসহ, আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবি লীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।

৫২ বার ভিউ হয়েছে
0Shares