শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সৈয়দপুরে ওয়াশ বøক নির্মাণে ব্যাপক অনিয়ম

সৈয়দপুরে ওয়াশ বøক নির্মাণে ব্যাপক অনিয়ম

৩৫৭ Views

 সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি ; নীলফামারী জেলার, সৈয়দপুর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলীর অধিনে ওয়াশ বøক নির্মানে অনিয়মের অভিযোগ মিলেছে। ওই উপজেলার লক্ষনপুর বাড়াইশালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা কর্মসূচির আওতায় ওয়াশ বøক তৈরি কাজ চলছে কিন্তু উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, নির্মানাধীন ওয়াশ বøকটি সংশ্লিষ্ট নিয়মতান্ত্রিকভাবে তৈরি করা হচ্ছেনা। এখানে নি¤œমানের সামগ্রী ইট, খোয়া, বালু ও রড ব্যবহৃত হচ্ছে। তবে বিশেষ করে ওয়াশ বøকের সেফটি ট্যাংকি একেবারেই দূর্বলভাবে তৈরি করা হচ্ছে। তিনি এ নিয়ে এই কাজের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মোঃ আবু জাফরকে অবহিত করলে তিনি কোন গুরুত¦ না দিয়ে কাজটি ভালোভাবে না দেখে উল্টো প্রধান শিক্ষককে বলে, আপনি কি ইঞ্জিনিয়ার। এগুলো বলার দায়-দায়িত্ব আপনার না। এদিকে, এ প্রতিনিধি এ ব্যাপারে উক্ত জনস্বাস্থ্য প্রকৌশলীকে জিজ্ঞেস করলে তিনি বলেন, কাজ ভালোভাবে হচ্ছে। কোন সমস্যা নেই। ওই স্কুলের শিক্ষকসহ এলাকাবাসী মনে হয় ইঞ্জিনিয়ার এ মনোভাব ব্যক্ত করেন। অপরদিকে কাজটি ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি আবু তালেব এর সাথে কথা হলে তিনি বলেন, এখন আমার সময় নেই, পরে কথা হবে। উল্লেখ্য, মোট ১৪ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে কাজটি নির্মাণ করা হচ্ছে।

Share This