শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তেঁতুলিয়া উপজেলা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

তেঁতুলিয়া উপজেলা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

জুলহাস উদ্দীন উপজেলা প্রতিনিধিঃ তেঁতুলিয়া উপজেলায় প্রশাসনের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নানান কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে ভোরে তেঁতুলিয়া মডেল থানা প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুভ সূচনা সুর্যদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের, উপজেলা পরিষদ,উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংগঠন, তেঁতুলিয়া মডেল থানা পুলিশ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় স্মৃতিসৌধ তেঁতুলিয়া সরকারী পাইলট মডেল বিদ্যালয় মাঠ শহীদমিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি  ইয়াসিন আলী মন্ডল তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইন্চার্জ আবু সাঈদ চৌধুরী উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুব আলী সহ উপজেলা আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তর,জার্নালিস্ট ক্লাব, স্থানীয় এমজিও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল সহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।

২৬ মার্চ সকালে জাতীয় সংগীত পরিবেশন  কুস-কাওয়াস পাঠপার্স দুপুরে খেলা ধুলা, ফুটবল খেলা পরে পুরস্কার বিতরণ বিকেলে বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য গনের সংবর্ধনা আলোচনা সভা দোয়া মুনাজাত ও ইফতরের মাহফিলের আয়োজন করা হয়।

২৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS