বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণ পেলো শিক্ষার্থীরা

পঞ্চগড়ে বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণ পেলো শিক্ষার্থীরা

পঞ্চগড়:“আহা কি আনন্দ হৈ চৈ, বছরের প্রথম দিনে নতুন বই” এই স্লোগানে ইংরেজি নববর্ষের প্রথম দিনেই পঞ্চগড়ে সাড়ে ১১ লাখেরও বেশি শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়। ইংরেজী নতুন বছর ২০২৪ কে বরণসহ প্রথম দিনে উদযাপিত হলো বই উৎসব। আর এই বই উৎসবে পঞ্চগড়ে নতুন বই হাতে পেয়েছে ১১ লাখ ৫২ হাজার ৭৫০ শিক্ষার্থী।
আজ সোমবার (০১ জানুয়ারি) সকাল ১০টায় পঞ্চগড় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম।
পরে নিজ হাতে শিক্ষার্থীর নতুন বই তুলে দেন তিনি। নতুন বই পেয়ে উৎসাছে মেতে উঠে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসময় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, জেলা শিক্ষা অফিসার সাইফুল মালেক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল আনাম, আফতাবুর রহমান হেলালীসহ অনেকে উপস্থিত ছিলেন।

২৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS