বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরের সিংড়ায় বিএনপি নেতার পেট্রল পাম্পে অগ্নিকান্ড

নাটোরের সিংড়ায় বিএনপি নেতার পেট্রল পাম্পে অগ্নিকান্ড

ইসাহাক আলী, নাটোর, ১৭ নভেম্বর- নাটোরের সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদের পেট্রল পাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বিপুল পরিমান জ্বালানী তেল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পাম্পের মালিক।

দাউদার মাহমুদ জানান, বুধবার রাত সাড়ে দশটার দিকে সিংড়া বাসস্ট্যান্ডে অবস্থিত তার পাম্পের ভূগর্ভস্থ তেল সংরক্ষনাগারের পাইপ মুখে আগুন লাগে। পাম্প কর্মচারি ও স্থানীয় লোকজন দ্রæত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বিএনপি কর্মিরা ঘটনাস্থলে ছুটে যায়। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেননি পাম্প মালিক। দাউদারের দাবি , বুধবার রাত সোয়া ১০টার দিকে ট্যাংকিতে ছয় হাজার লিটার পেট্রল দেওয়া হয়, যার মূল্য ৭ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া আগুনে গ্যাস পাইপ ও ট্যাংকিরও ক্ষতি হয়েছে দাবি করে তিনি জানান, এই আগুনের ঘটনায় সব মিলিয়ে তার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

সিংড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সালাম জানান বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।

পাম্প মালিক দাউদার মাহমুদ ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি প্রাথী হিসাবে ধানের শীষ প্রতিকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

৮২ বার ভিউ হয়েছে
0Shares