বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
লালপুরে টেলিভিশন মেকানিকের মরদেহ উদ্ধার 

লালপুরে টেলিভিশন মেকানিকের মরদেহ উদ্ধার 

নাটোর প্রতিনিধি  : নাটোরের লালপুর থেকে সোহেল আলী (৩০) নামে এক টেলিভিশন মেকানিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের পাশে মরদেহটি পড়ে ছিলো। মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১০ টার দিকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে লালপুর থানার পুলিশ। তবে তার মৃত্যুর কারন এখনো জানা যায়নি। স্থানীয়রা বলছে, সোহলে কে হত্যা করা হতে পারে। উদ্ধার হওয়া সোহেল পুরাতন ঈশ্বরদী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। সে পেশায় একজন টেলিভিশন মেকানিক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত কাল সোমবার সন্ধ্যায় সোহেল একটি টিভি ডেলিভারি দেওয়ার জন্য দোকান থেকে এয়ারপোর্ট মোড় এলাকায় যায়। পরে রাতে আর সে বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির করেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের এয়ারপোর্ট মোড় এলাকায় সড়কের পাশে সোহেলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
লালপুর থানার ওসি মো. নাছিম আহমেদ বলেন, খবর পেয়ে সকালে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাকে রক্ত আছে। এর আগে গত কাল সন্ধ্যায় সে নিখোঁজ হয়। তবে মৃত্যুর সঠিক কারন এখনো জানা যায়নি।’
ওসি আরো বলেন, আমরা তদন্ত করছি। লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হচ্ছে।
২২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS