শনিবার- ১লা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

ইসাহাক আলী, নাটোর, ১৫ আগস্ট’২৩-নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার চংধুপইল ইউনিয়নের বাওড়া রেল ব্রীজ এলাকায় তার মরদের উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে রেল লাইনে ট্রেনে কাটা মরদেহ পড়ে থাকতে দেখে আজিমনগর রেলওয়ে স্টেশনে খবর পাঠায় স্থানীয়রা। পরে তারা রেলওয়ে ঈশ^রদী জিআরপি থানায় খবর পাঠালে দুপুরের দিকে তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এখনো নিহতের পরিচয় সনাক্ত করা যায়নি।

ঈশ^রদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল জানান, আজ ভোরে ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সে মারা গেছে। তার পরিচয় নির্ণয়ের চেষ্টা চলছে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS