শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে ২ হাজার মানুষের মাঝে মিলনের কম্বল বিতরণ

নাটোরে ২ হাজার মানুষের মাঝে মিলনের কম্বল বিতরণ

নাটোর প্রতিনিধি : নাটোরে দুই হাজার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জামিল হোসেন মিলন। সোমবার নাটোর সদর উপজেলার তালতলা হাফরাস্তা চকআমহাটি উচ্চ বিদালয় মাঠে অসহায়-গরীব মানুষের মাঝে এসব কম্বল তুলে দেন।এসময় কয়েকটি ওয়ার্ডের প্রায় দুই হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে জামিল হোসেন মিলন বলেন, গতবার এ ভোট থেকে আমাকে সরাতে আটকে রাখা হয়েছিল। আমি যেন নির্বাচনে না দাঁড়াতে পারি, সেজন্য আমাকে একটি টয়লেটে ৩ মাস ২৩ দিন আটকে রেখেছিল। আল্লাহপাক যদি কাউকে বাঁচিয়ে রাখে, কাউকে কেউ মারতে পারে না। আপনারা আমার মুক্তির জন্য রাজপথে নেমেছিলেন। আন্দোলন, সংগ্রাম করেছিলেন। যার ফলে আমি আপনাদের সামনে ফিরে আসতে পেরেছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন আমৃত্যু আপনাদের পাশে থেকে সেবা করে যেতে পারি।
এসময় উপস্থিত ছিলেন— চকআমহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু জাহিদ ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এর আগে নাটোর সদর উপজেলার ৭ ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ১২ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন তিনি।
১০১ বার ভিউ হয়েছে
0Shares