মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে আদালত চত্বরে যুবককে কুপিয়ে জখম, গ্রেফতার ৫

নাটোরে আদালত চত্বরে যুবককে কুপিয়ে জখম, গ্রেফতার ৫

নাটোর প্রতিনিধি : নাটোরে আদালত চত্বরে সময় আহমেদ নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুবৃত্তরা। পরে অভিযান চালিয়ে অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে নাটোর কোর্ট চত্বর (জেলা প্রশাসকের কার্যালয়ের) সামনে এ ঘটনা ঘটে।
নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত সময় আহমেদ নাটোর শহরের কানাইখালী এলাকার মো. রাজু আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে একটি মামলার হাজিরা দিতে নাটোর জজকোর্টে যান সময় আহমেদ। কোর্টে হাজিরা শেষে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত ওই যুবকের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে যুবকের বাম হাত ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়। এসময় পুলিশ দেখতে পেয়ে দৌড়ে ঘটনাস্থল থেকে চারজন গ্রেফতার করেছে। পরে অভিযান চালিয়ে অপর একজনকে গ্রেফতার করে পুলিশ। এরপর আহত যুবককে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় মূল অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫টি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনা নিয়ে কিছুক্ষণ পর একটি ব্রিফিং করবেন বলেও জানান তিনি।

১৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS