সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে নৌকা ডুবির ২০ জন মৃত ব্যাক্তির পরিবারকে অনুদান প্রদান

পঞ্চগড়ে নৌকা ডুবির ২০ জন মৃত ব্যাক্তির পরিবারকে অনুদান প্রদান

পঞ্চগড় : পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনায় মৃত ও ক্ষতিগ্রস্থ দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার(১৩অক্টোবর) বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্দ্যোগে প্রত্যেক নিহত পরিবারের হাতে ১০ হাজার টাকা ২০ পরিবারের মাঝে নিজস্ব অর্থায়ন তুলে দেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো: মজাহারুল হক প্রধান।
এসময় পঞ্চগড় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায়,পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হকসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য রোববার (২৫সেপ্টেম্বর) মহালয়া উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া আউলিয়া ঘাট থেকে শতাধিক মানুষ শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকায় করে বড়শশী ইউনিয়নের ত্রিস্রোতা শ্রীশ্রী বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন। ঘাট থেকে নৌকাটি কিছু দূর যাওয়ার পর দুলতে শুরু করে। এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। পরে উদ্ধার অভিযান শুরু করে প্রশাসন। এঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের লাশ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে শিশুসহ ৩ জন।

১৩৯ বার ভিউ হয়েছে
0Shares