আগুনে পুড়ে ছাই ১৪ দোকান-প্রায় ২কোটি টাকার ক্ষতি
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলার আমিনপুরের বাধেরহাট এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে এতে প্রায় ২কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা। গতকাল শনিবার(১ফেব্রæয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত দোকান মালিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে ওই বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাত ২ টা ৩০মিনিটের দিকে তারা খবর পান মার্কেটে আগুন লেগেছে। খবর শুনে তারা বাড়ি থেকে বাজারে আসেন। ততক্ষণে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাঁথিয়ার কাশিনাথপুর ফায়ার সার্ভিস একটি দল ঘটনাস্থলে আসেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ওই বাজারের ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেন।
জুয়েলারি দোকান মালিক নিজাম উদ্দিন জানান,ওই মার্কেটে তার মদিনা জুয়েলার্স নামে স্বর্ণের একটি দোকান ছিল। প্রতিদিনেরমত দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। রাত ৩টার দিকে খবর পেয়ে এসে দেখেন সব পুড়ে ছাই।
আমিনপুর থানার চরপাড়া এলাকার ইউপি সদস্য চাঁদ আলী আগুন লাগার ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান,কিছুদিন আগে ওই বাজারে দুপক্ষের মারামারি হয়েছিল। এ নিয়ে গতকাল শনিবার(১ফেব্রæয়ারি) একটি মিছিল বের হয়েছিল। ওইদিন রাতেই আগুনের ঘটনা ঘটেছে বলে তিনি জানান।তাবে কারা মারামারি করেছেন বা গতকাল কারা মিছিল করেছেন সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
বাধেরহাট বাজার বণিক সমিতির সভাপতি গাজী শহিদুল্লাহ্ আগুন লাগার বিষয়ে বলেন,বাজারের নৈশপ্রহরীর জবানবন্দী নিয়েছি কিন্ত সে আগুন লাগার বিষয়ে কিছু বলতে পারেনি।
কাশিনাথপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আহসান মুসা জানান, দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুনের সূত্রপাত এখনও শনাক্ত করতে পারিনি। প্রাথমিকভারে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলমগীর হোসেন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং আগুন নিয়ন্ত্রণে সহায়তা করা হয়েছে।
বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোরশেদুল ইসলাম বলেন, শুনেছি ওই বাজারে আগে মারামারি হয়েছিল এবং আজও হয়েছে। মাসিক আইনশৃঙ্খলা সভা থাকায় সকালে যেতে পারিনি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে,আমিনপুর ওসির সাথে কথা বলে বিস্তারিত জেনে ও ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।