শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জলঢাকায় এমপি রানা’র উদ্যোগে ১৮০ টি মন্ডপে সিসি ক্যামেরা প্রদান

জলঢাকায় এমপি রানা’র উদ্যোগে ১৮০ টি মন্ডপে সিসি ক্যামেরা প্রদান

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের শারদীয় দুর্গাপুজার নিরাপত্তা নিশ্চিত করতে সকল মন্ডপে স্থানীয় সংসদ সদস্য মেজর (অব) রানা মোহাম্মদ সোহেলের উদ্যোগে সিসি ক্যামেরা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ১৮০ টি মন্ডপের সভাপতি সম্পাদকের হাতে এসব সিসি ক্যামেরা তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর ও উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে এমপি রানা মোহাম্মদ সোহেল সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সকল মানুষকে শারদীয় দুর্গাপুজার শুভেচ্ছা জানান। এছাড়াও তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, ওসি তদন্ত আব্দুর রহিম, উপজেলা জাতীয়পাটির সাধারণ সম্পাদক ছাইদার রহমান বুলু, উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক জ্যোতীশ চন্দ্র সরকার, সদস্য সচিব ধনেস্বর রায়,  জাতিয়পাটির নেতা দবির হুদা, আব্দুল গফুর, উপজেলা জাতীয়পাটির যুগ্ম সম্পাদক তাহমিদুর রহমান মিলন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন রায় রঞ্জু, উপজেলা পুজা উদযাপন পরিষদ সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক প্রানজিৎ রায় পলাশ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক অবিনাশ রায়, পৌর জাতিয়পাটির সভাপতি আনিছুর রহমান যাদু ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রিন্স প্রমুখ।
এসময় ইউএনও অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং উৎসবমূখর পরিবেশে শারদীয় দুর্গাৎসব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ১৮০ টি মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা প্রদান করায় মাননীয় সংসদ সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা প্রশাসন এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
৯৬ বার ভিউ হয়েছে
0Shares