বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বেনীর হাট কালী মন্দিরের ছাদ ঢালাই

বেনীর হাট কালী মন্দিরের ছাদ ঢালাই

দুলাল সরকার সৈয়দপুর থেকে ; সৈয়দপুরের অদূরে দিনাজপুর জেলার পাবর্তীপুর উপজেলার বেনীরহাট কালী মন্দিরের ছাদ ঢালাই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ১৯ নভেম্বর দুপুরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উক্ত কালীমন্দির নির্মাণের প্রধান উদ্যোক্তা ও সৈয়দপুর কামার পুকুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুন কুমার দাসের তত্বাবধানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম রাশেদুজ্জামান রাশেদ, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি রাজু পোদ্দার। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি এডভোকেট সুবোধ চন্দ্র দাস। সৈয়দপুর কেন্দ্রীয় শ্মশান সহ-সভাপতি বাবু মনোজ কুমার গোস্বামী, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক বাবু স্বপন কুমার ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সৈয়দপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক জোগেন্দ্র নাথ রায়, সৈয়দপুর উপজেলা বাঙ্গালীপুর ইউনিয়ন আওয়ামীলীগ ২ নং ওয়ার্ড শাখার সভাপতি হিমাংশু চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক নিহার রঞ্জন দাস স্থানীয় সমাজসেবক বাবু জোতিষ চন্দ্র দাস, কমল চন্দ্র দাস। উল্লেখ্য, উক্ত বেনীর হাট কালী মন্দির কমিটির পক্ষ থেকে মন্দির নির্মাণে সকলের সহযোগিতা কামনা করা হয়।

 

১১৮ বার ভিউ হয়েছে
0Shares