শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জলঢাকায় আ’লীগ সরকারের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

জলঢাকায় আ’লীগ সরকারের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

আনোয়ার হোসেন,  জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার মিরগঞ্জ ইউনিয়নের তহসিল অফিস মাঠে নৌকা মার্কার চেয়ারম্যানগণ এ সভার আয়োজন করে। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী উন্নয়ন শোভাযাত্রা নিয়ে সমাবেশ স্থলে সমবেত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আ’লীগের উপদেষ্টা ও উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর হামিদুল এহচান চানু। এসময় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আনছার আলী মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাহেদ আলী, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন, ইউপি চেয়ারম্যান আবু তাহের, সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি রুহাত ফারুক, মৎস্য জীবিলীগের আহবায়ক কুলো চন্দ্র রায় ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মশিউর রহমান বাবু প্রমুখ। সভায় সরকারের উন্নয়ন কর্মকান্ডের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল।

এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার অবকাঠামো, স্বাস্থ্যসেবা, বাসস্থান, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিসহ প্রতিটি খাতে উন্নয়ন নিশ্চিত করেছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা এখনও ভালো। দেশে কোনো দারিদ্র্য থাকবে না সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে গৃহহীন ও ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের আওতায় বিনামূল্যে বাড়ি উপহার দিয়েছেন। ‘দেশে কেউ গৃহহীন থাকবে না, কারণ সরকার প্রতিটি গৃহহীন লোককে বিনামূল্যে আবাসন প্রকল্পের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ।’  ডিজিটাল বাংলাদেশ গড়েছে আ’লীগ সরকার আর বিএনপি-জামায়াত জোট ডিজিটাল বাংলাদেশের সুবিধা ব্যবহার করে আমাদেরই বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’ এসব অপপ্রচারে কান না দেওয়ারও আহ্বান জানান তারা। উপজেলার নৌকা মার্কার চেয়ারম্যানগণ এই সভার আয়োজন করে

২৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS