বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ডোমারে বিএডিসি আওতাধীন ২ দিন ব্যাপী খামার ও জোন সংশ্লিষ্ট উপসহকারী পরিচালক বৃন্দের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

ডোমারে বিএডিসি আওতাধীন ২ দিন ব্যাপী খামার ও জোন সংশ্লিষ্ট উপসহকারী পরিচালক বৃন্দের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

রবিউল  হক  রতন ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) আওতাধীন উচ্চ ফলনশীল, রপ্তানিযোগ্য নতুন জাতের আলুর সম্প্রসারণ এবং বীজআলু ও রপ্তানি আলু উৎপাদন, সংরক্ষণ, বিপণন ও রপ্তানি কলাকৌশল শীর্ষক ২৫ ও ২৬মে(০২) দিন ব্যাপী খামার ও জোন সংশ্লিষ্ট উপসহকারী পরিচালক বৃন্দের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৬মে সকালে ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে প্রকল্প পরিচালক (মাবীউকৃবিপ্র) বিএডিসি ঢাকা আবীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাব্যবস্থাপক (সিডিপি ক্রপস) বিএডিসি ঢাকা মোহাম্মদ রাজেন আলী মন্ডল।
উপ-পরিচালক ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামার আবু তালেব মিঞার সঞ্চালনায়, বিশেষ অতিথি, সুভাষ চন্দ্র ঘোষ, যুগ্ম পরিচালক (মান নিয়ন্ত্রণ) বিএডিসি ঢাকা,
মানসম্পন্ন বীজআলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদার করণ প্রকল্পের অর্থায়নে এবং উপপরিচালক (খামার) ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামার বিএডিসির বাস্তবায়নে সারা বাংলাদেশের বিএডিসি আলু বীজ বিভাগের উপসহকারী পরিচালক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৩০জন কৃষি কর্মকর্তারা ২ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
৫৫ বার ভিউ হয়েছে
0Shares