বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
<span class="entry-title-primary">নাটোরে ইয়্যুথ বøাড ডোনার গ্রæপের প্রতিষ্ঠা বার্ষিকী,</span> <span class="entry-subtitle">৯ বছরে প্রায় ১১ হাজার ব্যাগ রক্ত দান</span>

নাটোরে ইয়্যুথ বøাড ডোনার গ্রæপের প্রতিষ্ঠা বার্ষিকী, ৯ বছরে প্রায় ১১ হাজার ব্যাগ রক্ত দান

ইসাহাক আলী, নাটোর, ১৯ সেপ্টেম্বর- গত ৯ বছরে সম্পূর্ণ বিনামূল্যে প্রায় ১১ হাজার ব্যাগ রক্তদানকারী স্বেচ্ছাসেবী সংগঠন ইয়্যুথ বøাড ডোনার গ্রæপের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে পালিত হচ্ছে।

সকালে শহরের বঙ্গজল মোড় থেকে একটি র‌্যালী শুরু হয়ে আনন্দ ভবনে গিয়ে দিনব্যাপী অনুষ্ঠানে পালিত হয়। পরে সেখানে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিরা।

এর পর সেখানে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র উমা চৌধুরি জলি, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফরোজা খাতুন, শিক্ষাবিদ প্রফেসর অলোক মৈত্র, দিঘাপতিয়া এম.কে অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নাটোর যুব উন্নয়ন এর উপ-পরিচালক আব্দুল মতিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক ইসাহাক আলী ও সংগঠনটির প্রতিষ্ঠাতা খন্দকার উল্লাস। এরপর বছরের সর্বোচ্চ রক্তদাতা , সেরা সেচ্ছাসেবককে সম্মাননা এবং ৩জন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে পূজার উপহার প্রদান করেন অতিথিরা।

জানা যায়, উপহার পাওয়া ৩ শিশুসহ গত ৯ বছরে প্রায় ১১ হাজার ব্যাগ রক্ত বিনামূল্যে প্রদান করেছে সংগঠনটির সদস্যরা। ভবিষ্যতে আরো বেশি মানুষকে রক্তের বন্ধনে বাঁধতে চায় সংগঠনটি।

৯৭ বার ভিউ হয়েছে
0Shares