বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
অন্ধ হাফেজ রসুলপুর পীর সাহেব আব্দুল মতিন নেসারী মারা গেছেন

অন্ধ হাফেজ রসুলপুর পীর সাহেব আব্দুল মতিন নেসারী মারা গেছেন

নাটোর প্রতিনিধি :;  বাংলাদেশ জমিয়াতুছ ছালেকীনের আমিরুল উমারা, রসুলপুর বাইতুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও‌ রসুলপুর পীর সাহেব হাফেজ মাওলানা শাহ্ আব্দুল মতিন নেছারী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতরাত ১ টা ১০ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি নাটোর শহরের বাস ভবনে মারা যান।
তিনি রাজবাড়ি জেলার রসুলপুর এলাকার বাসিন্দা। রাতেই তার মরদেহ নাটোর থেকে রসুলপুর নিয়ে যাওয়া হয়।
তার কফিন বহনকারী গাড়িতে থাকা নাটোরের মুরিদ হাসিনুর রহমান হাসু জানান, আজ বিকেল ৩টায় রসুলপুরে তার প্রতিষ্ঠিত মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। নাটোর জেলায় তার ব্যাপক পরিমাণে ভক্ত রয়েছেন। তারা ইতোমধ্যে অংশ নিতে বিভিন্ন পরিবহনের রওনা হয়েছেন। তার মৃত্যুতে ভক্ত, মুরিদ সহ ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
২১ বার ভিউ হয়েছে
0Shares