মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে নৌকা সমর্থকদের চেয়ার- সামিয়ানা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা 

নাটোরে নৌকা সমর্থকদের চেয়ার- সামিয়ানা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা 

নাটোর প্রতিনিধি  : নাটোর-০২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের পোষ্টার এবং সমর্থকদের বসার চেয়ার ও সামিয়ানা পুড়িয়ে দিয়েছে দূর্বত্তরা। সোমবার(১ জানুয়ারি) ভোরে সদর উপজেলার চৌমুহনী ঘোড়াগাছা মোড়ে এ ঘটনা ঘটে।
নাটোর-০২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শফিকুল ইসলাম শিমুল বলেন, সোমবার ভোড়ে চৌমুহনী ঘোড়াগাছা এলাকায় দড়ি দিয়ে টানানো পোস্টার পুড়িয়ে দেয়। পরে সেখানকার মোড়ের নৈশ্য প্রহরী আগুন নিভিয়ে দেয়।
নৈশ প্রহরী মসলেম উদ্দিন জানান, পোস্টার ও সাইড পর্দা দিয়ে করা ঘরের মতো এই স্থানে আগুন দেখে তিনি নিভিয়ে ফেলেন। এর মধ্যে নৌকার পোস্টার, কয়েকেটি চেয়ার ও সাইড পর্দা পুড়ে যায়। সকালে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সেখানে নৌকার পোস্টার ও সামিয়ানা টানিয়ে কিছু লোক সেখানে বসে চা খেতেন। ওটাকে অফিস বলা যায় না। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।#
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS