বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মামলার ২৬ বছর পরে মাদারীপুরের শিবচরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

মামলার ২৬ বছর পরে মাদারীপুরের শিবচরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলার ২৫ বছর পর স্বামীর কারাদন্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মো. ইসমাইল হোসেন এ আদেশ দেন। একই সময় আসামীকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
দন্ডপ্রাপ্ত গোবিন্দ চন্দ্র পাল (৫৩) শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের রাম রায়েরকান্দি গ্রামের গোপাল পালের ছেলে।
মামালার বিবরনে জানা যায়, ১৯৯৬ সালের ৫ই ডিসেম্বর পারিবারিক কলহের জেরে রায়েরকান্দি গ্রামের গোবিন্দ চন্দ্র পাল বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্ত্রী মিলানী রানী পালকে। ঘটনার পরদিন শিবচর থানার এসআই (উপ-পরিদর্শক) আব্বাস উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে শিবচর থানায় একটি হত্যা মামলা করে। পরে থানার আরেক এসআই (উপ-পরিদর্শক) নাজমুল হক ভুইয়া ১৯৯৭ সালের পহেলা ফেব্রুয়ারি ২০ জন সাক্ষির নামসহ গোবিন্দের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর আদালত মামলার তদন্তকারী কর্মকর্তা, মেডিকেল অফিসারসহ ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন। দীর্ঘ বিচারকি প্রক্রিয়া শেষে দোষ প্রমাণ হওয়ায় গোবিন চন্দ্র পালকে স্ত্রী হত্যার দায়ের যাবজ্জীবন কারাদন্ড দেন। একই সাথে আরো ৫ হাজার টাকা জরিমানাও করেন আদালত।
মাদারীপুর আদালতের পিপি এ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সিং জানায়, ঘটনার পর একমাত্র আসামী গোবিন্দ চন্দ্র পাল পলাতক রয়েছে। স্ত্রী হত্যার দায়ে তার যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত। তাকে ধরতে এরইমধ্যে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। নিহত মিলানী রানীর পালের সংসারে দুটি সন্তান রয়েছে।
২৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS