শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয় কার্যক্রম শুরু

নাটোরে খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয় কার্যক্রম শুরু

ইসাহাক আলী, নাটোর, ০১ সেপ্টেম্বর- নাটোরেও আজ থেকে ওএমএস ও টিসিবির ভোক্তাদের মাঝে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

সকালে শহরের বনবেলঘড়িয়া বাইপাস মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের উপ সচিব ড. সাবিনা ইয়াসমিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামিম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাদিম সারোয়ার ও জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশীদ সহ অন্যরা।

জেলার আটটি পৌরসভা এলাকায় সপ্তাহের পাঁচ কর্ম দিবসে ২৯ জন ডিলারের মাধ্যমে এ কার্যক্রম চলবে। প্রতিটি পৌর এলাকায় প্রতিদিন ২টন করে চাল বিক্রি করা হবে।  জনপ্রতি পাঁচ কেজি করে বিক্রি করা হবে। টিসিবির কার্ডধারী ব্যক্তিরা মাসে দুবার অর্থাৎ ১০ কেজি চাল কিনতে পারবেন।

১৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS