শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বন্দরে স্বামীর সঙ্গে অভিমানে স্ত্রী’র আতœহনন

বন্দরে স্বামীর সঙ্গে অভিমানে স্ত্রী’র আতœহনন

বন্দর প্রতিনিধি: বন্দরে স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে আতœহত্যা করেছে এক সন্তানের জননী বাধন(২০)। ৪ সেপ্টেম্বর রোববার দুপুরে উপজেলা কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী গ্রামে এ ঘটনাটি ঘটে। আতœহননকারী গৃহবধূ একই ইউনিয়নের নিশং বাগপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা ফয়েজ আহাম্মদের মেয়ে। সমিতির কিস্তির জন্য চাপ সৃষ্টি করায় স্বামীর সঙ্গে অভিমান করে বলে স্বজনদের দাবি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আতœহননকারী গৃহবধূ বাধন এর বিগত ৭ বছর পূর্বে কলাগাছিয়ার ইউনিয়নের শুভকরদী গ্রামের জজ মিয়ার ছেলে শিপলু ওরফে হৃদয়ের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের ৭ বছরে তাদের সংসারে একটি ফুটফুটে সন্তান জন্মলাভ করে। বিয়ের পর হতেই তাদের সংসারে প্রতিনিয়তই দাম্পত্ত কলহ দেখা দেয়। এরই মধ্যে স্বামী শিপলু সমিতি থেকে ঋৃন নিয়ে দেয়ার জন্য গত কয়েকদিন যাবত স্ত্রী বাধনকে চাপ সৃষ্টি করে আসছিল। ঘটনার দিন বেলা ১২টায় তারা উভয়েই কলাগাছিয়া বাজার হতে ছবি তুলে বাড়িতে আসে। সেখান থেকে ফিরেই তারা ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে স্ত্রী বাধন স্বামীর সাথে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে রুমের আড়ার সাথে ওড়না বেধে গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করে। পরে স্বামী দরজা ভেঙ্গে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করলেও কিন্তু ততক্ষণে তার নিঃশ্বেস বন্ধ হয়ে যায়। অবস্থা বেগতিক বুঝে দ্রæত সটকে পড়ে স্বামী। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল হতে গৃহবধূও মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 

২৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS