মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
মদনগঞ্জে ফুটবলারদের কোপালো কিশোর গ্যাং,তদন্তে অনীহা পুলিশের

মদনগঞ্জে ফুটবলারদের কোপালো কিশোর গ্যাং,তদন্তে অনীহা পুলিশের

বন্দর প্রতিনিধি : নারায়ণগঞ্জের মদনগঞ্জে ফুটবল খেলেয়ারদের কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনার ২দিনেও তদন্তে যায়নি পুলিশ। পুলিশের গাফিলতির কারণে হাসপাতালের বেডে কাতরাচ্ছে আহতরা। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এদিকে পুলিশের তদন্তে অনীহার কারণে হামলাকারী কিশোর গ্যাংয়ের ভয়ে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে নিরীহরা। তথ্য সূত্রে জানা যায়,নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের বেপারীপাড়া এলাকার যুবকরা দীর্ঘ দিন ধরে পার্শ্ববর্তী মদনগঞ্জ এলাকার ওয়েল ফেয়ার এসোসিয়েশনের মাঠে ফুটবল প্র্যাক্টিস করে আসছিল। এর ধারাবাহিকতায় বেপারীপাড়া এলাকার শিক্ষিত তরুন কাউছার,শিপলু,পাপ্পু,সাদমানসহ ১০/১২জনের একটি টীম প্রতিদিনের ন্যায় ১১ নভেম্বর শনিবার বিকেলে খেলতে যায়। খেলার এক পর্যায়ে সন্ধা হয়ে যায়। সন্ধার পর পরই মদনগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের কথিত কোচ ছৈয়াল বাড়ি ঘাট এলাকার সিদ্দিক চৌধুরীর ছেলে স্বপন চৌধুরী নেতৃত্বে কিশোর গ্যায় বø্যাক সাব্বির গ্যাং তাদের উপর অতর্কিত হামলা চালায়। খেলোয়াররা প্রাণরক্ষার্থে পালানোর চেষ্টা করলেও হামলাকারীরা তাদেরকে ধারালো অস্ত্র-সস্ত্রসহ লোহার রড দিয়ে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই কাউছার,পাপ্পু,সাদমানসহ ১০/১২জন গুরুতর জখম হয়। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল হতে তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এ ঘটনায় আহতদের পক্ষে বেপারীপাড়া এলাকার মৃত ওরশন জামালের ছেলে রাকিব বাদী হয়ে শনিবার রাতেই বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সোমবার অভিযোগ দায়েরের ২দিন অতিবাহিত হতে চললেও পুলিশ অভিযোগের কোন তদন্তে যায়নি। ১০/১২জন তরুন আহত হওয়ার পরও পুলিশের তৎপরতা না থাকায় জনমনে নানা প্রশ্নের সঞ্চার করছে।

৪১ বার ভিউ হয়েছে
0Shares