শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বন্দরে বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রি’র মৃত্যু

বন্দরে বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রি’র মৃত্যু

বন্দর প্রতিনিধি: বন্দরে নির্মানাধীন ভবনের সেন্টারিংয়ের খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জুম্মান (২৬) নামে এক রাজমিস্ত্রি’র করুন মৃত্যু হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বন্দর থানার নবীগঞ্জ টি-হোসেন রোডস্থ হানিফ গাজীর বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত রাজমি¯ী¿ বন্দর থানার নবীগঞ্জ মোল্লাবাড়ি এলাকার আসাদ মিয়ার ছেলে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে নিহত রাজমি¯ী¿’র পিতা বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। সূত্রে জানা গেছে, রাজমিস্ত্রি জুম্মান মিয়া প্রতিদিনের ন্যায় রোববার সকালে নবীগঞ্জ টি-হোসেন রোড এলাকার জনৈক হানিফ গাজী বাড়িতে সেন্টারিংয়ের কাঠ খোলার কাজে যোগ দেয়। এক পর্যায়ে লোহার সাবল দিয়ে কাজ করার সময় অসাবধানতাবসতঃ লোহার সাবল বৈদুতিক তারে স্পর্শ ঘটলে সঙ্গে সঙ্গে রাজমিস্ত্রি জুম্মন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পার্শ্ববর্তী পানিতে পড়ে যায়। এ সময় উপস্থিত লোকজন জুম্মানকে দ্রæত উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণের র্নিদেশ দেন। পরে  সেখানে তার মৃত্যু হয়।

৩৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS