শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে জনেজন নাট্য সম্প্রদায়ের সূবর্ণ জয়ন্তী উদযাপিত

আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে জনেজন নাট্য সম্প্রদায়ের সূবর্ণ জয়ন্তী উদযাপিত

স্টাফ রিপোর্টার : আটই মার্চ শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের কালিরবাজারস্থ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘‘জনেজন নাট্য সম্প্রদায়’’এর সূবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা নাট্য ব্যক্তিত্ব বাহাউদ্দিন বুলুর সার্বিক ব্যবস্থাপনায় উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলির সদস্য বাবু উত্তম কুমার সাহা। সৃষ্টি গ্রুপ থিয়েটারের প্রতিষ্ঠাতা এম আর হায়দার রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিরাজউদ্দৌলা নাট্যদলের সভাপতি মিয়া জামান, বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি’র সাবেক সাধারণ সম্পাদক শিশু সাহিত্যিক সাব্বির আহমেদ সেন্টু,সংশপ্তক নাট্যদলের কর্ণধার সানাউল্লাহ হক,উম্মেষ সাংস্কৃতিক সংসদের কর্ণধার এড.প্রদীপ ঘোষ বাবু ও অংকুর থিয়েটারের কর্ণধার মোঃ ওবায়েদ উল্লাহ। সংগঠনের সভাপতি মোঃ মহিউদ্দিন খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন নাট্য সংগঠনের দলপতি এবং দল প্রধান হিসেবে জনেজন নাট্য সম্প্রদায়কে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি’র অভিনয় প্রশিক্ষক আবু হানিফা মাসুম, নারায়ণগঞ্জ নাট্যাঙ্গনের সভাপতি দেলোয়ার হোসেন দেলু, সাধারণ সম্পাদক খবির আহাম্মদ,অগ্রদূত থিয়েটারের দলপতি যাদুশিল্পী কবির প্রধান, সিরাজউদ্দৌলা নাট্যদলের প্রতিনিধি খালেদ সাইফুল্লাহ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যকর্মী ও এনএএন টিভির চীফ রিপোর্টার পারভেজ শরীফ, চলচ্চিত্রের নৃত্য পরিচালক ও অভিনেতা হারুনুর রশীদ হারুন, সৃষ্টি গ্রæপ থিয়েটারের সাধারন সম্পাদক মোঃ মোক্তার হোসেন, নাট্য পরিচালক এজাজ খান, শাহ জালাল মন্ডল,বশির খান. শে^ত পায়রার দলপতি ডাঃ আবুল বাশর, উর্মি নাট্য গোষ্ঠীর দলপতি মেখ আব্দুল মালেক, শ^াশত নাট্য গোষ্ঠীর দলপতি শেখ মনসুর আলী, মাসদাইর থিয়েটারের প্রতিনিধি সুমন ও আকাশ, গনমুখী গ্রæপ থিয়েটারের প্রতিনিধি শফিকুল হাসান মিঠু, নাট্যকর্মী এড. নয়নী, মিষ্টি চৌধুরী, মোতালেব হোসেন, মনিরুজ্জামান ভূঁইয়া কাজল, খোরশেদ আলম খোকন, মোঃ উজ্জল, নুসরাত সহ বিভিন্ন নাট্যদলের নাট্যকর্মীবৃন্দ। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি এম.এ বিপ্লব,কবি নাজমুল হোসেন ও মায়ের আঁচল সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি হারুনুর রশীদ সাগর, । আলোচনা শেষে জনেজনের পাঁচ সদস্যকে বিশেষ অবদানের জন্য সম্মননা প্রদান করা হয়্।

২০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS