মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোনার মোহনগঞ্জের হাওরে বজ্রপাতে জেলের মৃত্যু

নেত্রকোনার মোহনগঞ্জের হাওরে বজ্রপাতে জেলের মৃত্যু

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা : নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার জৈনপুর হরিপুর গ্রামের পেকলির হাওরে বুধবার দুপুরে বজ্রপাতে আমিনুল ইসলাম (৩৪) নামে এক জেলে মারা গেছেন।

মৃত আমিনুল ইসলাম মোহনগঞ্জের হরিপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, হরিপুর গ্রামের ইদ্রিস আলী বুধবার দুপুরে পেকলির হাওরে বিলের মাছ রক্ষণাবেক্ষনের জন্য কাটা দিতে গেলে বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন। পরে আশে পাশের লোকজন তার লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে।

এ ব্যাপারে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে করে বলেন, তার লাশ দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

৬০ বার ভিউ হয়েছে
0Shares