বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

দিবসের মধ্যে উপজেলা পরিষদ চত্বর হতে দুর্নীতি বিরোধী এক বর্নাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্ত¡রে সর্বস্তরের অংশগ্রহনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’’ এই প্রতিপাদ্যে উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরেশ্বর চক্রবর্ত্তী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান। অন্যদের মধ্যে আলোচনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

২১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS