শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভারত সীমান্তে গরুচোর সন্দেহে বাংলাদেশিকে পিটিয়ে খুন

ভারত সীমান্তে গরুচোর সন্দেহে বাংলাদেশিকে পিটিয়ে খুন

পঞ্চগড় : গরুচোর সন্দেহে আব্দুস সালাম (৩৫) নামে সীমান্তের বিপরীতে ভারত সীমান্তে রাজগঞ্জের চাউলহাটি এলাকায় পিটিয়ে খুন করা হয়েছে এক বাংলাদেশিকে।
বুধবার (২৪ আগস্ট) সকালে পঞ্চগড়ে সদর উপজেলার অমরখানা সীমান্তের বিপরীতে বাংলাদেশ-ভারত সীমান্তের রাজগঞ্জের চাউলহাটি এলাকার বড়ুয়াপাড়ায় এ ঘটনা ঘটে। তিনি পঞ্চগড় জেলার সদর উপজেলার কাহারপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে। বিজিবি ঘটনাটির বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন।
স্থানীয় ও বিজিবি, পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে তিনি ভারতীয় গরু আনতে ওই এলাকা গেলে বিষয়টি এলাকাবাসী টের পেলে প্রচুর লোক জড়ো হন। সীমান্তের বাগানের মধ্যে চোর রয়েছে সন্দেহে তাঁরা চা বাগানটিকে ঘিরে ফেলেন। সেসময় দলের দুজন বাংলাদেশে পালিয়ে গেলেও এক যুবক ধরা পড়ে যায়। শুরু হয় গণধোলাই। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভারত রাজগঞ্জ থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নীলফামারী ৫৬ বিজি বি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আসাদুজ্জামান হাকিম জানান,ঘটনাটির ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। তবে খোঁজ খবর নিচ্ছি।

১৩২ বার ভিউ হয়েছে
0Shares