ভোলায় সু-চিকিৎসা নিশ্চিত ও মেডিকেল কলেজের দাবীতে মানববন্ধন

ভোলায় সু-চিকিৎসা নিশ্চিত ও মেডিকেল কলেজের দাবীতে মানববন্ধন

ভোলা প্রতিনিধি :: ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীতকরণ ও সু-চিকিৎসা নিশ্চিতের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার(১৫ এপ্রিল) ১১ টায় জার্নালিস্ট ফোরামের আয়োজনে ভোলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, ভোলার প্রায় ২২ লাখ মানুষের চিকিৎসা সেবার জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থাকলেও চিকিৎসকসহ নানান সংকটে সেবা থেকে বঞ্চিত মানুষ। চিকিৎসক যারা আসেন তারা তাদের ব্যক্তিগত চেম্বার নিয়ে ব্যস্ত, হাসপাতালে রুগী ভর্তি করতে ও চিকিৎসা বেসা দিতে তাদের আগ্রহ কম, তারা চায় তাদের ব্যক্তিগত চেম্বারে যাবেন রুগীরা। হাসপাতালে ছোট খাটো রোগ ছাড়া কোন চিকিৎসা পাননা রোগীরা। রোগীদেরকে যখন তখন চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়া হয় বরিশাল ও ঢাকায়।
দক্ষিনাঞ্চলে ৩টি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার কথা ছিল। সেই তালিকায় ভোলার নাম প্রথম ছিল । ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের সাবেক মন্ত্রী ও এমপি তোফায়েল আহমেদ তার মেয়ের জন্য তার গ্রামের বাড়ি হাসপাতাল গড়তে গিয়ে ভোলার মেডিকেল কলেজ বন্ধ করে দেন। তাই আজ তিনি ভোলার মানুষের কাছে জাতীয় বেঈমান নামে পরিচিত। আমরা ভোলা থেকে দেশকে হাজার হাজার কোটি টাকার গ্যাস, বিদ্যুৎ,খাদ্য দিতেছি, তার পরেও আমরা ভোলা বাসি অবহেলিত। আমরা মানবতা থেকে পিছিয়ে আছি, বৈষম্যের প্রথম স্থান অধিকার করেছি। আমরা আর বসে থাকবোনা। ভোলার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য দ্রæত ভোলা হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীতকরন করতে হবে, ভোলা-বরিশাল সড়ক করতে হবে। এ সময় বক্তব্য রাখে- হুমায়ুন কবির সোপান, আমিরুল ইসলাম রতন, ইয়ারুল আলম লিটন, রবিন চৌধুরী, শাহাদাৎ হোসেন শাহীন প্রমুখ। ঘন্টা ব্যাপী মানববন্ধনে হাজার হাজার মানুষ অংশ নেন।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS