সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দুপচাঁচিয়ায় ধাপ হাটের পম্চিমে শহীদ জিয়া স্মৃতি আন্তঃজেলা নক আউট ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন।।

দুপচাঁচিয়ায় ধাপ হাটের পম্চিমে শহীদ জিয়া স্মৃতি আন্তঃজেলা নক আউট ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন।।

১২১ Views

মোসাব্বর  হাসান মুসা বগুড়া প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় ধাপ হাটের পশ্চিমে শহীদ জিয়া স্মৃতি আন্তঃজেলা নক আউট ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি  শনিবার বিকালে ধাপসুলতানগঞ্জ পৌর হাট বণিক সমিতির আয়োজনে ধাপসুলতানগঞ্জ নিমতলা এলাকার মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে এক উদ্বোধনী সভা ধাপসুলতানগঞ্জ পৌর হাট বণিক সমিতির সভাপতি ও সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক বেলাল হোসেনের সভাপতিত্বে ও ফারহা রহমান স্মৃতির পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু। উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর ভারপ্রাপ্ত পরিচালক ড. আব্দুল মজিদ। বরেণ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শুভ, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, জেলা বিএনপির সদস্য ফারুক হোসেন, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজমিনুল হক তুহিন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান, জান্নাতুল ফেরদৌস, সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, খেলা পরিচালনা করেন আব্দুল মোমিন জুয়েল। তাকে সহযোগিতা করেন আনোয়ার হোসেন দিপু ও মাহমুদুল হক শিপন।

ধারাভাষ্য প্রদান করেন শ্রাবণ আহম্মেদ মজনু।মোসাব্বর হাসান মুসা এ সময় বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা কমিটির সভাপতি উপস্থিত ছিলেন।  উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে জয় স্পোটিং ক্লাব রংপুর ও ফিকির ফুটবল একাডেমী চাঁপাইনবানগঞ্জ।

টুর্ণামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করবেন।খেলায় উভয় দল সমান সমান গোল করার কারণে ট্রায় বেকারে বিজয়লাভ করেন  চাঁপায় নবাবগঞ্জ দল।

Share This