বৃহস্পতিবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যশোরে মারামারির ঘটনার জেরে কয়েকটি বাড়ি ভাঙচুর ও আগুন

যশোরে মারামারির ঘটনার জেরে কয়েকটি বাড়ি ভাঙচুর ও আগুন

১৩ Views

ইয়ানূর রহমান : মাইকে ঘোষণা দিয়ে যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর ও হৈবতপুর ইউনিয়নের বড় হৈবতপুর গ্রামনাসীর মধ্যে মারামারির ঘটনার জের ধরে বুধবার সকালে আব্দুলপুর গ্রামের কয়েকটি বাড়ি ভাংচুর ও আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুননিয়ন্ত্রণে আনে ও পরিস্থিতি স্বাভাবিক করে।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির এ এস আই নিয়ামুল জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি শান্ত করি। গ্রামটিতেপুলিশী টহল জোরদার করা হয়েছে।  পুলিশ ও সেনাবাহিনী সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান। চুড়ামনকাটি ইউনিয়ন
বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান উভয় গ্রামবাসীকে শান্ত থাকার জন্য অনুরোধ করেন। বিষয়টি নিয়ে কেউ সাধারণ মানুষের উপর যেনো অন্যায় ভাবে হামলা না করে সেই জন্য তিনি দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার অনুরোধ জানান।
ভুক্তভোগী পরিবারের দাবি রাজনৈতিক কারণে এই হামলা চালায় একটি পক্ষ। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এলাকাবাসীর ভাষ্যমতে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গোটা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হামলা মামলার ভয়ে আব্দুলপুর গ্রামের অনেকেই বাড়ি ঘর রেখে পালিয়ে গেছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল ১১টার দিকে মাইকে ঘোষণা দিয়ে যশোর সদরের বড় হৈবতপুরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বিএনপির ৫ জন গুরুতর জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share This

COMMENTS