শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  পায়ে হেটে দিনাজপুর থেকে বাংলাবান্ধা  

  পায়ে হেটে দিনাজপুর থেকে বাংলাবান্ধা  

পঞ্চগড় : পায়ে হেটে দিনাজপুর থেকে বাংলাবান্ধা জিরোপয়েন্ট ১৫০ কিলোমিটার  পরিভ্রমণ করলো দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউটের রোভার স্কাউট দলের ৪ সদস্য ।

তারা হলো বিএসসি ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শামিম আহমেদ, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জুলফিকার আলী, সাকিব আহমেদ এবং আসিফ হাসান সাকি।গত শুক্রবার সকালে ক্যাম্পাস থেকে রাওয়ানা হন তারা ।

পথিমধ্যে হাটতে হাটতে তারা সাধারণ মানুষের মাঝে দুর্নীতি, বিদ্যুৎ অপচয়, প্লাস্টিক বর্জন এবং জলবায়ু রক্ষায় সচতনতামুলক স্লোগান ব্যবহার করেন।এ বিষয়ে সাধারন মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে  প্রচারাভিযান চালায়। তারা বীরগঞ্জ সরকারি কলেজ, ঠাকুরগাঁও জেলা ডাকবাংলো, পঞ্চগড় সার্কিট হাউস এবং তেঁতুলিয়া ডাকবাংলোয় রাত্রী যাপন করে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তারা বাংলাবান্ধা জিরোপয়েন্টে পৌছায়। পায়ে হাটা শিক্ষার্থীরা জানান ভাষা দিবসকে জীবনে স্মরনীয় করে রাখতে তারা এই কর্মসূচী হাতে নিয়েছে।

 

১৫২ বার ভিউ হয়েছে
0Shares